Download Free BIGtheme.net
Home / জেলার খবর / কুমিল্লায় বাজারে আগুন, শিশুর মৃত্যু

কুমিল্লায় বাজারে আগুন, শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি:  কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে আগুনে পুড়ে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানায়, শুক্রবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল জানান, দোকানে তালাবদ্ধ অবস্থায় থাকা নাজমুল হাসান খোকন নামের এক শিশু কর্মচারী আগুনে পুড়ে মৃত্যু হয়।

এছাড়া, প্রায় অর্ধ শতাধিক দোকানপাট আগুনে পুড়ে যায়। তবে, আগুন লাগার কারন এখনো শনাক্ত করা যায়নি। এতে অন্তত ত্রিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

কুমিল্লা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম ও পুলিশ জানায়, ওই বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের কাপড় দোকান থেকে রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে আলী আহাম্মদের দোকান কর্মচারী নাজমুল তালাবদ্ধ অবস্থায় দোকানের ভেতরে থাকায় আটকা পড়ে। পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

মৃত শিশু নাজমুল ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার জানান, কয়েলের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে কুমিল্লা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

Comments

comments