Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / কেন্দ্রীয় ছাত্রলীগের দুই দিনব্যাপী বর্ধিত সভা ও কর্মশালা

কেন্দ্রীয় ছাত্রলীগের দুই দিনব্যাপী বর্ধিত সভা ও কর্মশালা

অনলাইন ডেস্ক: আজ রবিবার থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজনে দুই দিনব্যাপী বর্ধিত সভা ও কর্মশালা। এতে দেশব্যাপী ছাত্রলীগের ১০৯টি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতারা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

কিন্তু গত ৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কেন্দ্র থেকে অনির্দিষ্টকালের জন্য কমিটি স্থগিত করায় বর্ধিত সভা ও কর্মশালায় অংশ নিতে পারছেন না চবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

স্থগিতকৃত কমিটির বর্ধিত সভায় অংশ নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বর্ধিত সভায় চবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি কাউকেই আমরা দাওয়াত করিনি। তাদের কমিটি স্থগিত করায় তারা এতে অংশগ্রহণ করতে পারবে না।

ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সভাপতি আলমগীর টিপু বর্ধিত সভায় অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, দাওয়াত না পেলেও কেন্দ্রীয় সভাপতি আমাদের যেতে বলেছেন। এতে বক্তব্য ও সাংগঠনিক প্রতিবেদন প্রকাশ করার সুযোগ না থাকলেও, উপস্থিত থাকতে পারব আমরা।

Comments

comments