অাতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল: শ্রীমঙ্গল ভানুগাছ রেল স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া এলাকায় একটি ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় বৃহত্তর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেল স্টেশনের কর্তব্যরত সহকারি স্টেশন মাস্টার ফয়েজ জানান, অাজ শনিবার সিলেটগামী ৯৩ অাপ ডেমু ট্রেন রাত সোয়া ১০ টায় শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যাবার পর অানুমানিক রাত সাড়ে ১০ টার দিকে ২৯৪/৫-৬ রেল কিলোমিটারে লাউয়াছড়া নামক স্হানে পৌছলে ওই ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগী লাইনচ্যুত হয়ে যায়। ফলে বৃহত্তর সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ সময় চট্টগ্রামগামী অান্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে এবং ঢাকাগামী অান্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন সিলেট স্টেশনে অাটকা পড়ে। ফলে ওইসব ট্রেনের কয়েকশ যাত্রী দূর্ভোগে পড়েন।
Comments
comments