অনলাইন ডেস্ক: রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবনে পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (১৩ জুন) এক বার্তায় এই শোক জানান তিনি।
সোমবার রাত থেকে মঙ্গলবার ওই তিন জেলায় পাহাড় ধসে অর্ধশতাধিক নিহতের খবর পাওয়া গেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শোকবার্তায় বলেন, ঈদের প্রাক্কালে প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মৃত্যু তাদের পরিবারে এক গভীর বেদনাঘন পরিবেশ সৃষ্টি করেছে। নিহত ব্যক্তিদের পরিবারের শোকাচ্ছন্ন সব সদস্যের সঙ্গে তিনিও সমব্যথী।
নিহত পরিবারের সবাই অসীম ধৈর্য্য সহকারে এই শোক কাটিয়ে উঠতে পারেন, তার জন্য আল্লাহর কাছে আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
উল্লেখ্য, প্রবল বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলায় পাহাড় ধসে ছয় সেনা সদস্যসহ ৯৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাঙামাটিতে ছয় সেনা সদস্যসহ ৬২ জন, চট্টগ্রামে ২৫ জন ও বান্দরবানে ৬ জন নিহত হয়েছেন।
Comments
comments