Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ভারতে পুলিশের গাড়িতে জঙ্গি হামলায় নিহত ২

ভারতে পুলিশের গাড়িতে জঙ্গি হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুরে পুলিশের গাড়িতে জঙ্গি হামলায় দুইজন পুলিশ নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মণিপুরের চান্দেল জেলার লোকচাও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, মণিপুরের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের জন্য ভারত-মিয়ানমার সীমান্তের মোরে জেলা থেকে তেন্নোউপাল জেলায় যাচ্ছিলো পুলিশ সদস্যরা। তখনই তাদের উপর আচমকা হামলা করে জঙ্গিরা। চালাতে থাকে এলোপাথারি গুলি। হামলা করা হয় আইইডি দিয়েও।

পুলিশের ধারণা ঘটনার পেছনে রয়েছে এনএসসিআই জঙ্গিরা। যদিও এখন কেউ ঘটনার দায় স্বীকার করেনি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান হয়েছে।

Comments

comments