Download Free BIGtheme.net
Home / জাতীয় / সাকিব-রিয়াদকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

সাকিব-রিয়াদকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের দুই নায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার মধ্যরাতে কার্ডিফে এই ম্যাচ শেষ হওয়ার পর সেঞ্চুরি করা এই দুই ব্যাটসম্যানকে প্রধানমন্ত্রী ফোন করে অভিনন্দন জানান বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, চ্যাম্পিয়ন্স কাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের পর টেলিফোনে জয়ের দুই নায়ক সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লড়াই করে জেতার আনন্দই আলাদা। লড়াইয়ের এই ধারা অব্যাহত রাখতে হবে। ইনশাল্লাহ জয় আসবেই।

Comments

comments