Download Free BIGtheme.net
Home / খেলা / ২০০ পেরিয়ে বাংলাদেশ

২০০ পেরিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে এখন ব্যাট করছে বাংলাদেশ। তামিম ও মুশফিকের হাফসেঞ্চুরির ওপর ভর করে বড় ইনিংসের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু মাত্র ৬ রানের ব্যবধানে সাকিব-মুশফিককে হারিয়ে টাইগার শিবির আবারো কিছুটা চাপে পড়ে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯.৫ ওভারে পাঁচ উইকেটে ২০৬ রান সংগ্রহ করেছে টাইগাররা।

মুশফিকুর রহিম ৬১ ও সাকিব আল হাসান ১৫ রানে বিদায় নেয়ার পর ক্রিজে রয়েছেন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক।

তৃতীয় উইকেট জুটিতে তামিম-মুশফিক ১২৩ রানে সংগ্রহ করেন।

দলীয় ১৫৪ রানের মাথায় তামিম ৭০ রান করে যাদবের বলে বোল্ড হন। ৮২ বলে গড়া তার ইনিংসে রয়েছে ৭টি চার ও একটি ছক্কার মার।

ভারতের ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার।

পরে সপাটে ব্যাট চালিয়ে বাংলাদেশকে বড় ইনিংসের ইঙ্গিত দেখানো সাব্বিরও ৭ম ওভারে ভুবনেশ্বরের বলেই বিদায় নেন। দলীয় ৩১ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর ক্রিজে আসেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

শূন্য রানে সৌম্যের বিদায়

ইনিংসের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন সৌম্য। ২ বলে তিনি শূন্য রানেই বিদায় নেন।

ওয়ানডাউনে নামা সাব্বির রহমান ২১ বলে ১৯ রান করে জাদেজার হাতে ক্যাচ তুলে দেন।

তামিম ৬৫ ও মুশফিক ৪২ রানে ক্রিজে রয়েছেন। এ জুটি এখন পর্যন্ত ১০৬ রানে অবিচ্ছিন্ন রয়েছেন।

Comments

comments