মো. সারোয়ার উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে পৃথক ঘটনায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ইপিজেড ও বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হালিশহর থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনিকা চক্রবর্তী (৬৩) দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার রাসেল চক্রবর্তীর স্ত্রী। অন্যজন হলেন কে এম নোমান (৫২) নগরীর আকবরশাহ থানার গোয়ালপাড়া এলাকার খন্দকার জয়নাল আবেদিনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, হালিশহরের বড়পোল মোড়ে রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় আনিকা চক্রবর্তী নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। এর আগে বুধবার দিনগত রাত ১২টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় ঈগল পরিবহনের বাস শ্রমিক নোমান প্রাণ।
Comments
comments