Download Free BIGtheme.net
Home / জেলার খবর / না.গঞ্জে বাস চাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

না.গঞ্জে বাস চাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বাস চাপায় গার্মেন্টস শ্রমিক ফিরোজা বেগম (৪২) নিহতের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

আজ সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এর আগে সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সিনহা গার্মেন্টসের অজ্ঞাতনামা গাড়ির চাপায় ফিরোজা বেগম ঘটনাস্থলে মারা যান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিনহা টেক্সটাইল মিলের শ্রমিকরা রাস্তায় নেমে পড়েন।

নিহত ফিরোজা বেগম আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকার দুখাই মিয়ার স্ত্রী। তিনি রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে সিনহা টেক্সটাইল মিলের ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Comments

comments