Download Free BIGtheme.net
Home / বিনোদন / নতুন সাফল্যের অপেক্ষায় কুসুম

নতুন সাফল্যের অপেক্ষায় কুসুম

বিনোদন ডেস্ক:  ‘শঙ্খচীল’-এর সাফল্যের পর নতুন কোনো চলচ্চিত্রের খবরে নেই অভিনেত্রী কুসুম শিকদার। যদিও পুরোদস্তর চিত্রনায়িকা হিসেবে এখন পর্যন্ত আত্মপ্রকাশ হয়নি তার। ছোটপর্দার ব্যস্ততার পাশাপাশি বড়পর্দায় হঠাত্ করেই ডুব দেন তিনি। তবে তার পরবর্তী ডুব কবে দিবেন তা এখনও অনির্ধারিত।

কুসুম বলেন, ‘শঙ্খচীল দিয়ে দর্শকদের কাছে যেই ভালোবাসা পেয়েছি তা ধরে রাখতে চাই। নতুন কোনো সফলতার অপেক্ষায় আছি। চলচ্চিত্র শুরু করলে জানাবো।’ দুই পর্দায় নিয়মিত অভিনয়ের ক্ষেত্রে নিজের পরিচয়টা আসলে কোন পর্দায় প্রতিষ্ঠিত হিসেবে দেখতে চান কুসুম।

এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে বেঁচে থাকতে চাই। পর্দা ভেদে অভিনয়টা আমার কাছে মূখ্য নয়। তাই নিজের কজটার ওপরই গুরুত্ব দেই।’

কুসুম চলতি সময়ে ব্যস্ত আছেন ছোটপর্দার নাটক নিয়ে। সম্প্রতি একটি নাটকের জন্য নিজের চুলের স্টাইলেও এনেছেন পরিবর্তন। নতুন কোনো চলচ্চিত্রের বিষয়টি এখনও নিশ্চিত করছেন না তিনি। তবে শিগগিরই হয়তো এমন ঘোষণা দিবেন কুসুম।

Comments

comments