অনলাইন ডেস্কঃ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনিক কর্মকর্তারা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) তারা এ কর্মবিরতির ডাক দেন।
চার দফা দাবিগুলো হলো- কর্মকর্তাদের পদোন্নতি, বেতন ভাতা বৃদ্ধি, কোয়াটার স্থাপন এবং শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ডিউটি বিল সংযোজন।
বেরোবি কর্মকর্তা পরিষদের সভাপতি এটিজিএম গোলাম ফিরোজ বাংলানিউজকে বলেন, ৪ দফা দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। ভিসির সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য কার্যক্রম চলছে।
সাধারণ সম্পাদক মো. সামসুল হক বাংলানিউজকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
Comments
comments