Download Free BIGtheme.net
Home / জাতীয় / ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে’

‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে’

জেলা প্রতিনিধি : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য নয়, জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের ১৮টি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকারের ৪৮০টি সংস্থা কাজ করছে। খাদ্যমন্ত্রী আজ রাজশাহীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘‘নিরাপদ খাদ্য আইন ও আমাদের করণীয়’’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন,বিশে^র বিভিন্ন দেশের সাথে সামঞ্জস্য রেখে খাদ্যের নিরাপত্তা বিধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শক্রমে বিধিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। খাদ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন, খাদ্য পরিবেশনের প্রতিটি ধাপে খাদ্যের গুণগতমান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাজার পর্যবেক্ষণের কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, খাদ্য ঘাটতির দেশ থেকে আমরা খাদ্য রপ্তানীর দেশে পৌঁছেছি। বাংলাদেশ এখন বছরে দুই লক্ষ মেট্রিকটন খাদ্য রপ্তানী করছে। খাদ্যমন্ত্রী বলেন, চাল উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। ১৯৯৬ সালে এদেশে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। দেশে যাতে একটি পরিবারও দরিদ্র না থাকে সে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।

এসময় বিভাগীয় কমিশনার মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা উপস্থিত ছিলেন।

Comments

comments