Download Free BIGtheme.net
Home / দুর্ঘটনা / মালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সেনার মৃত্যু

মালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সেনার মৃত্যু

অনলাইন ডেস্ক : মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের একজন সেনা সদস্য দায়িত্ব পালনকালে ১৩ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, মোহাম্মদ আবুল বাশারের (৩০) লাশ ২২ অক্টোবর দেশে আনা হয়। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ ও মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসের পুরাকান্দিতে নামাজে জানাজার পর তাকে সেখানে দাফন করা হয়।

নামাজে জানাজায় মরহুমের পরিবারের সদস্যবর্গ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আবুল বাশারের লাশ হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে নেয়া হয়। সামরিক রীতিতে বিদায়ী অভিবাদনের মাধ্যমে গ্রামের বাড়ীতে তার দাফন সম্পন্ন হয়। বাংলাদেশ সেনাবাহিনী আবুল বাশারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Comments

comments