মিজানুর রহমান, নবীগঞ্জ: নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের আবিদা বেগম নামে এক মহিলা রেলগাড়ির নিচে কাটা পরে করুণ মৃত্যু হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে সাতাইহাল গ্রামের মত্তব্বরি হোসেনের স্ত্রী আবিদা বেগম বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন, বুধবার হঠাৎ জানাযায় উনি উনার বোনের বাড়িতে গেছেন, বোনের বাড়ি থেকে স্বামীর বাড়ির আসার পথে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের নিকটে রেলপথে কুশিয়ারা পরিবহণের রেলের নিচে কাটা পড়ে আবিদা বেগম (৪৫) মৃত্যু হয়।
এই মৃত্যুতে আবিদা বেগমের স্বামীর বাড়ি ও পিতার বাড়িতে চলছে শোকের মাতম। আরো জানাযায়, নিহত আবিদা বেগম মানসিক রোগে ভুগছিলেন । পরে রেলওয়ে পুলিশের এস আই ওমর ফারুক লাশ উদ্ধার করেন ।
Comments
comments