অনলাইন ডেস্কঃ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহিলা সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার হাসপাতালটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ৯টায় দিকে চিকিৎসকরা তাকে এইচডিইউ থেকে ১১২৬ নম্বর কেবিনে স্থানান্তর করেন।
স্কয়ার হাসপাতাল সূত্র জানায়, খাদিজার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এতে সে তার পরিবারের সদস্যদের সঙ্গ পাবে। এর ফলে তার শারীরিক-মানসিক উন্নতিতে সহায়তা হবে।
এ বিষয়ে খাদিজার বাবা জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দুই/তিন গোঙানির মতো আওয়াজ করছিল খাদিজা। গতকাল তাকে বাবা বলে ডেকেছে সে। তবে মাঝে মাঝে চিনতে পারছে না।
চিকিৎসকদের বরাত দিয়ে স্কয়ার হাসপাতাল সূত্র জানায়, খাদিজা মাথায় বড় ধরনের আঘাত পেয়েছে। এজন্য সে মাঝে মাঝে তার পরিবারের লোকজনদের তাৎক্ষণিক চিনতে পারছে না। তবে ধীরে ধীরে তা সেরে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে ছাত্রলীগ নেতা বদরুল আলম।
Comments
comments