জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাপায় নাদিম মিয়া (২২) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লেগুনায় থাকা আরো চার যাত্রী।
আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিম মিয়া উপজেলার বিশ্বরোড খালপাড় এলাকার ইমান আলীর ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান জানান, সকাল ৯টার দিকে যাত্রামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশ থেকে আসা দ্রুতগামী দুটি ট্রাক এসে যাত্রীবাহী লেগুনাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনাচালক নাদিম মিয়া নিহত হন।
এসময় আহত আরো চার যাত্রীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘাতক দুটি ট্রাকই আটক করেছে।
Comments
comments