Download Free BIGtheme.net
Home / শিক্ষা / ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল

অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামীকাল  শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৪টি কেন্দ্র ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৪৫টি স্কুল-কলেজসহ মোট ৯৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ১৫৪০টি আসনের বিপরীতে ১,০৯,১৭০ জন ভর্তিযুদ্ধে অংশে নিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের হাজারীবাগস্থলে দার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, লালবাগ মডেল স্কুল ও কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীল ক্ষেত হাইস্কুল, সরকারি টিচার্স ট্রেনিংকলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরিরী হাইস্কুল, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা স্টেট কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ, শেরে বাংলানগর গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, শেরে বাংলানগর গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল, খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও মডেল হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল, হাবিবুল্লাহ বাহার কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সেগুনবাগিচা হাইস্কুল, টিকাটুলি কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, শেরে বাংলা গার্লস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, পগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, কে এল জুবিলি স্কুল অ্যান্ড কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ।

ভর্তি পরীক্ষার সিট প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে জানা যাবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া পরীক্ষা চলাকালে মোবাইলকোর্ট দায়িত্ব পালন করবে।

Comments

comments