অনলাইন ডেস্কঃ ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ড নিয়ে র্যাব ও পুলিশের পরস্পরবিরোধী বক্তব্য এই মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমকে ‘ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর’ প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে র্যাবের ডিজি বলছেন, তাভেল্লা হত্যার সাথে নিউ জেএমবির নেতারা জড়িত।
আর তারপরেই সংবাদ সম্মেলন করে ডিবির জয়েন্ট কমিশনার বলছেন, না আমরা তদন্ত করে দেখেছি, এটা সঙ্গে কাইয়ুম সাহেব ও তার ভাইরা জড়িত। বাহ্!
“আজকে এরাই তাদের বির্তক তৈরি করেছে। এই যে প্রকাশ হয়ে পড়লো, ফাঁস হয়ে গেলো যে, এটা একটা ষড়যন্ত্র। তাভেল্লা হত্যাকাণ্ডে বিএনপি নেতা কাইয়ুম-মতিনকে জড়িত করা- এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। আজকে তাদের বির্তকের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল।”
গত বছর ২৮ সেপ্টেম্বর কূটনৈতিক পাড়া গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লাকে (৫১) গুলি করে হত্যার প্রায় এক মাস পর ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ।
Comments
comments