অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত চারজনের মধ্যে এক আনসার সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহাগ আলী। রবিবার রাতে আহত অবস্থায় সোহাগকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার সন্ধ্যায় বহির্গমন পথে সিহাব নামের এক ব্যক্তি কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের ছুরিকাঘাত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই ব্যক্তির ওপর গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। তাকে কড়া পুলিশি প্রহরায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার সময় বিমানবন্দরে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় তিন নম্বর গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক। তল্লাশিতে তার কাছে ধারালো ছুরি পাওয়ায় প্রবেশে বাধা দেন দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে সেখানে উপস্থিত এক আনসার সদস্যকে ছুরি দিয়ে কোপাতে কোপাতে গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন ওই যুবক।
এ সময় সেখানে দায়িত্বরত এপিবিএন ও আনসার সদস্যরা ওই যুবককে বাধা দিতে গেলে তাদেরও ছুরি দিয়ে আঘাত করেন তিনি। এ সময় ধারালো ছুরির আঘাতে এপিবিএন ও আনসার বাহিনীর চার সদস্য আহত হন।
ওসি নূরে আজম মিয়া আরো জানান, ওই যুবককে থামাতে গুলি ছোড়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত যুবক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। তাকে আটক করা হয়েছে।
Comments
comments