অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে পুষ্পস্তবক অর্পণ করলেন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বেলা ১১টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী।
বিকাল সাড়ে ৩টায় টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকালে ওই সফর স্থগিত করা হয়েছিল।
Comments
comments