অনলাইন ডেস্কঃ কালো তালিকাভুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদধারী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা এমপিও সুবিধা পাবেন না। এ রকমের কয়েক হাজার শিক্ষকের এমপিও সুবিধা এরই মধ্যে স্থগিত করা হয়েছে।
শিক্ষামন্ত্রণালয় বলছে, এই সকল শিক্ষক যদি বৈধ বিশ্ববিদ্যালয় থেকে নতুন করে সনদ আনতে পারলেই এমপিও সুবিধা পাবেন।মালিকানা সংকট অনিয়ম ও সনদ বাণিজ্যের অভিযোগে গত জুলাইয়ে উচ্চ আদালতের নির্দেশে দারুল-ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।
এর পরেই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এই বিশ্ববিদ্যালয়ের ২০০৬ সাল থেকে দেওয়া সনদ অবৈধ ঘোষণা করেন। এমন অবস্থায় শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্তে ২০০৬ সাল থেকে দারুল-ইহসানের সকল সনদধারীকে এমপিও সুবিধা দেওয়া হবে না।
তবে এই প্রতিষ্ঠানের সনদ নিয়ে কত শিক্ষক চাকুরি করছেন তা সঠিক হিসেব নেই মন্ত্রণালয়ের কাছে।
শুধু দারুল-ইহসান নয় যেকোন বিশ্ববিদ্যালয়ের অবৈধ আউটার ক্যাম্পাস থেকে সনদ প্রাপ্তরাও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও সুবিধা পাবে না বলে জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক ইলিয়াছ হোসেন।
এদিকে দারুল-ইহসান কর্তৃপক্ষ আবারও বিশ্ববিদ্যালয় চালুর জন্য আবেদন করেছেন শিক্ষাপন্ত্রণালয়ে। কিন্তু মন্ত্রণালয় এই বিষয়ে মতামত চেয়েছে ইউজিসির কাছে।
তবে ইউজিসি বলছে, প্রতিষ্ঠানটির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই বলে জানালেন ইউজিসির চেয়াম্যান অধ্যাপক আব্দুল মান্নান। এসময় তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসের বিষয়েও আগের মত কঠোর অবস্থা রয়েছে ইউজিসি।
Comments
comments