অনলাইন ডেস্কঃ সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল আলমকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট শাহপরান থানার উপ পরিদর্শক (এসআই) মোহা. হারুন অর রশিদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা চার্জশিট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় শুধু বদরুলকে আসামি করা হয়েছে। সাক্ষী হিসেবে ভিকটিম খাদিজাসহ ৩৬ জনের নাম।
জেদান আল মুসা বলেন, ৮ পৃষ্টার চার্জশিটের সঙ্গে অন্য আলামতের বিবরণসহ (সাব-অর্ডিনেট পেপার) ১৯৫ পাতা সংযুক্ত রয়েছে। মূলত, প্রেমপ্রস্তাব প্রত্যাখ্যান করায় নার্গিসকে কুপিয়ে জখম করা হয়েছে, চার্জশিটে এমনটি উল্লেখ করা হয়েছে।
চার্জশিটে ধারা যুক্ত করা হয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কারণে ৩২৪, গুরুতর জখমের কারণে ৩২৬ এবং হত্যার উদ্দেশ্যে মারার জন্য ৩০৭ ধারা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশা প্রকাশ করেন এ পুলিশ কর্মকর্তা।
সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের পিপি মফুর আলী বাংলানিউজকে বলেন, আগামী ১৫ নভেম্বর মামলার নির্ধারিত তারিখে চার্জশিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আদালত চার্জশিট গ্রহণ করলে মামলার বিচার কাজ শুরু হবে।
Comments
comments