Download Free BIGtheme.net
Home / অন্যান্য / শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের ডুবোচরে ফেরিতে আটকা পড়লেন নৌমন্ত্রী

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের ডুবোচরে ফেরিতে আটকা পড়লেন নৌমন্ত্রী

bdonline24_2252

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: টুঙ্গীপাড়া যাওয়ার পথে এবার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের ডুবোচরে ফেরিতে আটকা পড়লো নৌমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রী,আওয়ামীলীগের প্রেসিডিয়াম,উপদেষ্টামন্ডলীসহ কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্য।

২ মাসেরও বেশি সময় ধরে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে চলা তীব্র নাব্যতা সংকট ও ডুবোচরের অচলাবস্থার স্বীকার হলো এবার দেশের একাধিক মন্ত্রী, আওয়ামীলীগের বেশিরভাগ প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামন্ডলীসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ফেরিটিতে নৌ মন্ত্রীও ছিলেন। এরফলে টুঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচীতে নির্ধারিত সময় পৌছাতে পারেননি নেতৃবৃন্দ। ১ টার দিকে বিকল্প নৌ যানে কাওড়াকান্দি পৌছে টুঙ্গীপাড়ার উদ্দ্যেশে রওয়ানা দেন মন্ত্রীরা ও নেতৃবৃন্দ।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সুত্রে জানা যায়, গত প্রায় ২ মাসেরও বেশি সময় ধরে নাব্যতা সংকট প্রকট আকার ধারন করায় এরুটে ফেসিহ নৌযান চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে । পরিস্থিতি সামাল দিতে ৭ টি ড্রেজার ড্রেজিং চালালেও পরিস্থিতি অনুকুলে রাখতে হিমশিম খাচ্ছে।

bdonline24_2253

এরইমাঝে টুঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচীতে অংশ নিতে মঙ্গলবার সকাল সোয়া ৯ টার দিক শিমুলিয়া থেকে রো রো ফেরি ডাঃ গোলাম মাওলায় রওয়ানা দেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, নৌ মন্ত্রী শাজাহান খান , মন্ত্রী পরিষদের একাধিক সদস্য, সংসদ উপনেতা সাজেদা চৌধুরীসহ অধিকাংশ প্রেসিডিয়াম ও উপদেষ্টামন্ডলীর সদস্যসহ কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতৃবৃন্দ।

ফেরি সাড়ে ১০ টার দিক নৌপথের চায়না ড্রেজিং এলাকার ডুবোচরে আটকা পড়ে। এসময় এরুটের সকল ফেরি মাঝ নদী ও ঘাটে আটকা পড়ে। দীর্ঘ সময় আটকে থাকার পর দুপুরের দিকে স্পীডবোট, টাগ বোটসহ নেতৃবৃন্দদের কাওড়াকান্দি ঘাটে পৌছে দিলে মন্ত্রী ও নেতৃবৃন্দরা স্থানীয় নেতৃবৃন্দদের সহায়তায় বিভিন্ন যানবাহনে টুঙ্গীপাড়ার উদ্দ্যেশে রওনা দেন। কাওড়াকান্দি ঘাটে পৌছালে নেতৃবৃন্দদের স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ। এ ঘঁনার পর ড্রেজিং নিয়ে গাফলতির অভিযোগ করেছেন স্থানীয়রা।

Comments

comments