অনলাইন ডেস্ক: ঢাকার ধামরাইয়ের মোকামটোলা স্বর্ণকার পট্টিতে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণের দোকানে ডাকাতি করেছে একদল ডাকাত। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ধামরাই বাজারের সবচেয়ে বড় স্বর্ণের দোকান রাজমনি জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
ডাকাতরা দোকানে প্রবেশ করে মালিকদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে শতাধিক ভরি স্বর্ণ লুট করে। এসময় এলাকায় পুরো আতংক ছড়িয়ে পড়ে। বোমার আঘাতে পথচারীসহ ২৫ জন গুরুতর আহত হন। আহতদের ধামরাই সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় এমপি এমএ মালেক, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা নির্বার্হী অফিসার আবুল কালামসহ আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থলে ছুটে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০/৩৫ জনের ডাকাতদল অস্ত্র নিয়ে প্রকাশ্যেই ঝন্টু সুত্রধরের দোকানে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় ঝন্টু দৌড়ে দোকান থেকে বের হয়ে যায়। পরে কয়েকজন ডাকাত পিস্তল নিয়ে রাজমনি জুয়েলার্সে প্রবেশ করে মালিক রিপন ও সুমন পালকে অস্ত্রের মুখে জিম্মি করে শতাধিক ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।
ধামরাই থানা পুলিশ জানায়, তিন ডাকাতকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের নাম ঠিকানা প্রকাশ করেনি।
Comments
comments