Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাখাওয়াত

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাখাওয়াত

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে জেলা রিটার্নিং অফিসে বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন ও আবুল কালামকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে ক্ষমতাসীন নেতাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দাবি করেন।

রিটার্নিং অফিসারকে তিনি বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি সবার জানা আছে। তাই নির্বাচনের আগেই শহর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি।

এছাড়াও যাদের কাছে বৈধ অস্ত্র আছে তারাও যেন এসব অস্ত্র নিয়ে নির্বাচনি প্রচারে আসতে না পারে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি করেন তিনি। এসময় নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি করেন সাখাওয়াত। অ্যাডভোকেট সাখাওয়াত দাবি করেন, নারায়ণগঞ্জে এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সবদলের অংশগ্রহণে নির্বাচন করতে হলে সবাইকে সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে রিটার্নিং অফিসার তাকে আশ্বস্ত করে বলেন, অচিরেই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ৫ ডিসেম্বর হতে নির্বাচন কমিশন বেশ কঠোর থাকবে। এ নির্বাচন সফল করতে যা যা করার দরকার সব করা হবে। সব প্রার্থীকে সমান বিবেচনায় নেওয়া হবে।

এরপর রিটার্নিং অফিসের কার্যালয়ে থেকে বেরিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে বিএনপির ৬০ ভাগ ভোট রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এ নির্বাচনে বিএনপিরই জয় হবে।

Comments

comments