Download Free BIGtheme.net
Home / রাজধানী / প্রতিমন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিমন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের ঢাকার বেইলি রোডের বাসভবন থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রমনা থানার ওসি মশিউর রহমান বলছেন, প্রাথমিকভাবে এ ঘটনাকে ‘আত্মহত‌্যা’ বলেই তারা মনে করছেন। এ বিষয়ে রমনা থানায় একটি অপমৃত‌্যুর মামলা করেছেন প্রতিমন্ত্রীর ব‌্যক্তিগত সহকারী শিশির সরকার।

মিলন টিকাদার নামের ২০ বছর বয়সী ওই তরুণ গত তিন বছর ধরে বীরেন শিকদারের বাসায় কাজ করছিলেন। তার বাড়ি মাগুরায়। বুধবার সকালে বেইলি রোডে মিনিস্টার্স অ‌্যাপার্টমেন্টে ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় গৃহকর্মীদের কক্ষে মিলনের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

ওই বাসা থেকে থানায় খবর দেওয়া হলে সকাল পৌনে ৭টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে রমনার ওসি মশিউর রহমান জানান। তিনি বলেন, “গলায় লুঙ্গি প‌্যাঁচানো লাশটি ফ্যানের সঙ্গে ঝুলছিল। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।”

প্রতিমন্ত্রীর ব‌্যক্তিগত সহকারী শিশির সরকার বলেন, সকালে মিলনকে ডাকতে ওর ঘরে গিয়ে ফ‌্যানের সঙ্গে লাশ ঝুলতে দেখা যায়। মিলনের বাবার নাম বিজন টিকাদার, গ্রামের বাড়ি- মাগুরার সদর থানার পোড়াগাড়ি গ্রামে।

“সে অল্পবয়সী ছেলে। আত্মহত‌্যার পেছনে প্রেমঘটিত কোনো বিষয় থাকতে পারে। তদন্ত করলে জানা যাবে।”

এ বিষয়ে প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। এর আগেও সে (মিলন) দুইবার আত্মহত্যার চেষ্টা করেছে। তখন আমরা টের পাওয়ায় সে আত্মহত্যা করতে পারেনি। হয়তো তার কোনও মানসিক সমস্যা ছিল।’

Comments

comments