স্পোর্টস ডেস্ক: ঢাকায় তৃতীয় পর্বে এসে প্রথম ম্যাচেই শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙিত দিলো সাব্বির-মিরাজের দল রাজশাহী কিংস।
শুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল রংপুর রাইডার্সকে ১২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদেরকে ৫ নম্বর অবস্থানে তুলে আনলো রাজশাহী।
টস জিতেন রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম। তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানান রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামিকে।
ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে রাজশাহী। ১৬৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। ফলে ১২ রানের দারুণ এক জয় পায় রাজশাহী কিংস।
ব্যাট হাতে রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ১৮ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৪৪ রানের অপরাজিত থাকেন। তার সঙ্গে ৩০ রানে অপরাজিত থাকেন উমর আকমল। এ ছাড়া সাব্বির রহমান ৩১ ও জুনায়েদ সিদ্দিকী ২৩ রান করেন। বল হাতে রংপুরের লিয়াম ডসন ২টি উইকেট নেন।
Comments
comments