Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / কঙ্গোয় মিলিশিয়া হামলায় ৩৪ বেসামরিক নাগরিক নিহত

কঙ্গোয় মিলিশিয়া হামলায় ৩৪ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে একটি শরণার্থী শিবিরে সন্ত্রাসী হামলায় অন্তত ৩৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গতকাল রোববার এই ঘটনা ঘটে।

স্থানীয় এক কর্মকর্তা জোয় বোকেলে জানান, হুতু সংখ্যাগরিষ্ঠ লুহাঙ্গা গ্রামের একটি শরণার্থী শিবিরে জাতিগত নান্দে মিলিশিয়াদের হামলায় ৩৪ জন প্রাণ হারিয়েছে।

বোকেলে বলেন, তারা এফএআরডিসির (ডিআর কঙ্গোর সৈন্য বাহিনী) অবস্থান লক্ষ্য করে প্রথমে হামলা শুরু করে। একপর্যায়ে মিলিশিয়াদের অপর একটি দল বেসামরিক লোকজনের ওপর ধারালো অস্ত্র ও বন্দুক হামলা চালিয়ে তাদের নির্বিচারে হত্যা করে।

তিনি আরো জানান, জাতিগত নান্দে গোষ্ঠীর মিলিশিয়া বাহিনী মাই-মাই মাজেম্বে এ হামলা চালিয়েছে। সংঘর্ষের সময় এক হামলাকারীও নিহত হয়েছে।

গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে জমির মালিকানা, জাতিগত দ্বন্দ্ব ও খনিজ সম্পদকে কেন্দ্র করে জাতিগত নান্দে ও হুতু গোষ্ঠীর মধ্যে প্রায় দুই দশক ধরে চরম সংঘাত ও উত্তেজনা বিরাজ করছে। খবর: এএফপি।

Comments

comments