Download Free BIGtheme.net
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি তদন্তে ২ কমিটি

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি তদন্তে ২ কমিটি

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান যান্ত্রিক ত্রুটিতে তুর্কেমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান। জ্বালানির চাপ কমে যাওয়ায় বিমান জরুরিভাবে অবতরণ করতে হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এই তথ্য জানান।

রাশেদ খান মেনন জানান, একটি কমিটির প্রধান করা হয়েছে চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন ফজল মাহমুদকে। আগামী তিন দিনের মধ্যে মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অন্য কমিটির প্রধান করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে। এই কমিটিকেও তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিমানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। পরে সেখান থেকে প্রধানমন্ত্রী হাঙ্গেরির উদ্দেশে যাত্রা করেন। বাংলাদেশ সময় রবিবার রাত ১১টা ৫ মিনিটে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছান প্রধানমন্ত্রী।

Comments

comments