Download Free BIGtheme.net
Home / জাতীয় / আজ রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

আজ রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

bdonline24_2663

অনলাইন ডেস্কঃ আজ (বুধবার) রাত ৮টা পর্যন্ত ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে মঙ্গলবারও রাত ৮টা পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক খোলা ছিল। মঙ্গলবার ও বুধবার দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

জানা গেছে, এবার আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হবে না। অর্থাৎ ৩০ নভেম্বর রাত ৮টা পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। এ কারণে রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের অনুরোধের প্রেক্ষিতে এ সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার্থে চালান, পে-অর্ডার সুবিধা চালু রাখার জন্য ২৯ নভেম্বর ও ৩০ নভেম্বর তফসিলি ব্যাংকগুলোর সব শাখা রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে। তবে যে কোনো প্রকার দুর্ঘটনা প্রতিরোধে ব্যাংকের শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে।

Comments

comments