Download Free BIGtheme.net
Home / রাজনীতি / রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ : ফখরুল

রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ : ফখরুল

অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ সরকার। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদেরক গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করেই যাচ্ছে। প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের নামে নতুন নতুন মামলা ও কারান্তরীণ করা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন এবং রূপনগর থানা বিএনপি নেতা মো. মফিজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

মো: নাসিরউদ্দিন এবং মো: মফিজকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।

Comments

comments