অনলাইন ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত তিনটার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিস সদস্যদের ধারণা, মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, “বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়ি রোডের চাঁন মিয়া হাউজিংয়ের এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। “
Comments
comments