Download Free BIGtheme.net
Home / রাজনীতি / সহায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি: মির্জা ফখরুল

সহায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও সহায়ক সরকার গঠন করা হলে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। শনিবার বিকালে ভোলায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, দেশের জনগণ সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আর দেশের স্বার্থে মানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে সহায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে বিএনপি।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে ১৩ দফা দিয়ে আসলেও তিনি সরকারের পছন্দের মানুষকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছে। এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাদের সেই যোগ্যতা নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার প্রমুখ।

Comments

comments