অনলাইন ডেস্ক: আগামী দিনে এক নয়া সন্ত্রাস আসতে চলেছে। যার থাবায় এক বছরেরও কম সময়ে শেষ হয়ে যাবে ৩ কোটি প্রাণ। অথচ তার আগাম কোনও প্রস্তুতিও নেই বিশ্ববাসীর। মিউনিখ সিকিওরিটি কনফারেন্সে এমনই আশঙ্কার কথা শোনালেন বিশ্বের ধনীতম ব্যক্তি বিল গেটস।
বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে বরাবরই সোচ্চার মাইক্রোসফ্টের সহ প্রতিষ্ঠাতা। গত ২০ বছর ধরে স্বাস্থ্য বিষয়ক প্রচারে তিনি কোটি কোটি টাকা ঢেলেছেন। শনিবার মিউনিখ নিরাপত্তা বিষয়ক সম্মেলনে তিনি সতর্ক করলেন জৈব-সন্ত্রাস নিয়ে। বিল বলেন, ‘স্বাস্থ্য-নিরাপত্তা ও আন্তর্জাতিক নিরাপত্তার মধ্যে যে যোগ রয়েছে তার কথা আমরা মাথায় রাখছি না। পরবর্তী মহামারীটা কোনও জঙ্গির কম্পিউটার স্ক্রিন থেকে ছড়িয়ে পড়তে পারে। যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সাহায্য নিয়ে স্মলপক্স ভাইরাস বা অত্যন্ত ছোঁয়াচে ও প্রাণনাশক ফ্লু ভাইরাসের সিন্থেটিক ভার্সান বানাতে বদ্ধপরিকর।’
আমেরিকা ও ব্রিটেনের গোয়েন্দাবিভাগ আগেই জানিয়েছে, সিরিয়া ও ইরাকে জৈর অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে ISIS। তবে, এ ধরনের অস্ত্র তৈরির জন্য দক্ষ লোক, ভালো গবেষণাগার আর অবশ্যই শান্ত পরিবেশ। যদিও অন্যান্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে জৈব অস্ত্র তৈরির অবস্থা আরও অনুকূল হয়েছে। বিশেষত গত ৫ বছরে মলিকিউলার বায়োলজিতে যে অভাবনীয় পরিবর্তন এসেছে, তাতে জৈব অস্ত্র তৈরির সুযোগ ও পরিসর অনেকটাই বেড়েছে।
#A chilling warning that tens of millions of people could be killed by bio-terrorism was delivered at the Munich security conference by the world’s richest man, Bill Gates. Gates, who has spent much of the last 20 years funding a global health campaign, said: “We ignore the link between health security and international security at our peril.”- ইন্ডিয়া টাইমস
Comments
comments