Download Free BIGtheme.net
Home / জাতীয় / সারা দেশে যান চলাচল শুরু

সারা দেশে যান চলাচল শুরু

অনলাইন ডেস্কঃ টানা দুই দিন ব্যাপক ভোগান্তির পর রাজধানীসহ সারা দেশে যান চলাচল শুরু হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মহাখালী ও গাজীপুর থেকে অভ্যন্তরীণ গণপরিবহন বেলা ৩টার দিকে চলাচল শুরু হয়।

আজ বুধবার বিকেল সোয়া ৩টা থেকে গাড়ি ছাড়া শুরু হয়। গুলিস্তান থেকে মাওয়াগামী ইলিশ পরিবহন, নারায়ণগঞ্জ রুটের বিভিন্ন গাড়ি ও কুমিল্লার দাউদকান্দিগামী গাড়ি ছেড়ে যেতে দেখা যায়। গাড়ি চলাচল শুরু হওয়ায় যাত্রীরা স্বস্তিবোধ করছেন।

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফ উদ্দিন বিকেলে রাজধানীর গাবতলীতে বলেন, ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসার পর পরই আমরা গাবতলী থেকে যানবাহন চলানো শুরু করেছি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টিও ইউনিয়ন দেখবে।

ঢাকা থেকে মাওয়াগামী ইলিশ পরিবহনের চালকের সহকারী রোকন বলেন, অবরোধ শেষ, তাই গাড়ি চালাচ্ছি। এখন গাড়ি মাওয়ার উদ্দেশে যাবে। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। হামিদ নামের একজন যাত্রী বলেন, আমি ফরিদপুর যাব। তাই গুলিস্তানে এসেছি। গাড়ি চলছে শুনে শান্তি লাগছে।

এদিকে গাবতলী থেকেও রাজধানীর অভ্যন্তরীণ ও দূরপাল্লার পথে যানবাহন চলতে শুরু করেছে। সকাল থেকে যারা বাসস্ট্যান্ডে বসেছিলেন, গাড়ি চলাচল শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গাবতলী বাসস্ট্যান্ডে দূরপাল্লার গাড়িগুলোর কাউন্টার ধীরে ধীরে খুলছে। ধর্মঘট প্রত্যাহারের পর গাড়ি চলাচল শুরুর প্রথমদিকে সাধারণ কিছু শ্রমিক এসে বাধা দেয়। পরে শ্রমিকনেতারা এসে সাধারণ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়।

এ ধর্মঘট চলাকালেই সাভারের ট্রাকচালক মীর হোসেন মীরুকে একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ দেয়। তারপরই গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। ধর্মঘট চলাকালে গতকাল রাতে গাবতলীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আজ সকালেও সংঘর্ষ হয়। যাত্রীদের দুর্ভোগ এই সময়ে চরমে উঠে।

Comments

comments