অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন জেলা থেকে এসএসসি পরীক্ষায় ‘ভুয়া’ প্রশ্নপত্র সরবরাহে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। দেশের বিভিন্ন জেলা থেকে ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। তবে তাদের পরিচয় বা অভিযোগের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান জানান, আজ বৃহস্পতিবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
চলতি বছর এসএসসিতে বিভিন্ন পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে যা পরদিন পরীক্ষায় হুবহু মিলে যাচ্ছে। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও তাতে কাজ হয়নি।
এরআগে গত ১৪ ফেব্রুয়ারি ‘ভুয়া’ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
Comments
comments