Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন ডেস্ক: নাশকতার মামলায় বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসাইন মোল্লা এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বৃহস্পতিবার ঢাকার একটি আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযুক্তের তালিকায় আছেন বিএনপির নেতা বরকত উল্লাহ বুলু, সেলিমা রহমান, ফারুক কামাল খান, শামসুর রহমান, শিমুল বিশ্বাস, আজিজুল বারি হেলাল এবং মীর শরাফত আলী সাফু।

আগামী ৫ এপ্রিলের মধ্যে পল্টন মডেল থানার ওসিকে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

বিএনপির নেতা এমকে আনোয়ার, আমানউল্লাহ আমান, রিজভী আহমেদ, শওতম মাহমুদসহ মোট ১৩ জন এই মামলায় জামিনে রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালীন পুরানা পল্টন এলাকায় রোকেয়া ম্যানশনের সামনে একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয় দেয় বিএনপি ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় পল্টন থানা পুলিশ বাদী হলে ৪৭ জনসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Comments

comments