Download Free BIGtheme.net
Home / জাতীয় / রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমদাদুলকে আদালতে পাঠানো হয়েছে বলে দুদক সূত্রে জানা যায়।

দুদকের জনসংযোগ বিভাগ এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে এমদাদুলকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

১ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান রাজধানীর রমনা থানায় মামলা করেন। মামলা তদন্তের অংশ হিসেবে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সংস্থার একটি দল আজ সকালে এমদাদুলকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় দুদক সূত্র।

Comments

comments