অন্ধত্ব
রাজ রিডার
হায় আমি এই ভেবে হই মৃয়মান
কীভাবে গেল জ্যোতি; ভগবানের দান
আধেক জীবন এসে একি হল মোর
ভুবন আমার এই আধারের ঘোর
জীবন আমার এই বৃথা হয় নাকি
থেকে থেকে ভাবি আমি হবে নাকি ফাঁকি।
যদিও পরাণ মোর মহানের পানে
জ্যোতি হারা এই আমি চাই ক্ষণে ক্ষণে।
মহান বিরাট যিনি চেয়েছে কি মোরে?
প্রতীক্ষা কহে আজ ‘খুলে দেয় ধাঁধা
যত ছিল এতদিন মনে মনে বাধা
বলে দেয় কানে কানে নেই প্রয়োজন
হতে পারো মহাজ্ঞানী বড় মহাজন।
বহু আছে যারা সারাদিন ভাবে তারা
তোমার সেই মহানের আস্থা ভাজন
মাঠে ঘাটে সাগরেতে দিতেছে পাহারা
তাদেরও শ্রম যাবে নাকো বৃথা সেথা
আছে যারা দাঁড়ায়ে প্রতীক্ষায় মগণ।
মূলঃ “On His Blindness” – জন মিল্টন
Comments
comments