Download Free BIGtheme.net
Home / বিনোদন / ট্রেলারে জয়ার ‘বিসর্জন’ (ভিডিও)

ট্রেলারে জয়ার ‘বিসর্জন’ (ভিডিও)

বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ ছবির ট্রেলার। বাংলাদেশের সমকালীন রাজনৈতিক কিছু বিষয় উঠে এসেছে ১ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারে। পুরো ট্রেলার জুড়ে দেখা গেছে, মূল দুই চরিত্র জয়া আহসান ও আবীর চ্যাটার্জি।

প্রকাশিত ট্রেলারে শুরুতেই সংবাদভাষ্য শোনা যায় ‘নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াত ও হেফাজত কর্মীদের ধ্বংসাত্মক কার্যকলাপ সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান…।’ গল্প প্রেম নির্ভর গল্পের ছবি হলেও এর প্রেক্ষাপট এক সময়ের পূর্ব পাকিস্তান। বর্তমান বাংলাদেশ ও ভারত। এতে সীমান্তবর্তী এলাকা ও চেকপোস্টকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানা গেছে।

‘বিসর্জন’-এ পূর্ব পাকিস্তানের বিধবা নারী পদ্ম চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। অন্যদিকে ভারতীয় প্রেমিকরূপে দেখা যাবে যাবে আবীরকে। ছবির একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি এবং লামা। আগামী পহেলা বৈশাখে কলকাতায় মুক্তি পাবে ‘বিসর্জন’।

Comments

comments