Download Free BIGtheme.net
Home / লাইফস্টাইল / সসের দাগ দূর করবেন যেভাবে

সসের দাগ দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: খাওয়ার সময় অসাবধানতাবশত কাপড়ে সস পড়ে যেতে পারে। আর তাতে সঙ্গে সঙ্গেই দাগ পড়ে যায়। সহজে তোলা যায় না সেই দাগ।

চিন্তা নেই। জেনে নিন ঘরোয়া নিয়মে সসের দাগ তোলার উপায়—

১. প্রথমে পড়ে যাওয়া সস তুলে নিন একটি চামচে করে। এবার কার্পেটের উপর চেপে ধরুন টিসু প্যাপার। তারপর কার্পেটের উপর ঠাণ্ডা পানি ঢেলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন সেই অংশ। এরপরেও দাগ থেকে গেলে তার উপর ঢেলে দিন সাদা ভিনিগার। ২০ মিনিট এই অবস্থায় রাখুন। তারপর আবার ঠাণ্ডা পানি ঢেলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। দেখুন সসের দাগ উঠে গেছে।

২. দাগের উপর ঢেলে দিতে পারেন ক্লাব সোডা। কিছুক্ষণ পরে ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

৩. সসের দাগের অংশ ভিজিয়ে রাখতে পারেন পাতিলেবুর রসে। তারপর পানি দিয়ে ধুয়ে নিন। দেখবেন দাগ উধাও।

৪. অল্প পানিতে বাসন ধোয়ার সাবান গুলে নিন। এবার সাবান পানিতে ভিজিয়ে রাখুন দাগ লেগে থাকা অংশটুকু। একটু ঘষে নিন। এভাবেও তোলা যায় সসের দাগ।

Comments

comments