অনলাইন ডেস্ক: অবশেষ মৃত্যুর কাছে হার মানলেন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ। সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।
এর মধ্যে গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, নিহত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের জানাযার বিষয়ে আজ শুক্রবার (৩১ মার্চ) সিন্ধান্ত নেওয়া হবে। তিনি নিহতের আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানের মধ্যে গত শনিবার সন্ধ্যার পর কাছের এলাকায় বিস্ফোরণে আহত হন আজাদ। ওই বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন।
সেনা কর্মকর্তা আজাদকে প্রথমে ওসমানী মেডিক্যেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে আনার পরদিন সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজাদকে। এর দুইদিন পর চিকিৎসকদের পরামর্শেই তাকে ফিরিয়ে আনা হয় বলে মুফতি মাহমুদ জানিয়েছিলেন। গত বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা আনার পর আবার সিএমএইচে নেওয়া হয় তাকে।
বুধবার আজাদের সুস্থতা কামনা করে ফেসবুকে দেশবাসীর কাছে দোয়া চান র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
পোস্টে বেনজীর আহমেদ লিখেছিলেন, ‘র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. ক. একে আজাদ অসাধারণ সাহসী বীর ও দেশপ্রেমিক। সে দেশের জন্য নিবেদিত, দায়িত্বে অনুগত একজন পরিপূর্ণ পেশাদার অফিসার। পেশাদারিত্বের পাশাপাশি তিনি একজন ফ্যামিলি ম্যান ছিলেন। পরিবার-পরিজন, সহকর্মী ও বন্ধুবান্ধবের কছে পছন্দের পাত্র আজাদ এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জীবনের সঙ্গে সংগ্রাম করছেন। সিলেটের জঙ্গিদের বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। দেশের এ বীর সন্তানের সুস্থতা কামনায় আমি দেশবাসীর কাছে দোয়া চাইছি।’
Comments
comments