স্পোর্টস ডেস্ক: ২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ রানেই গুরুত্বপূর্ণ ৩ ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন অনেকদিন পর দলে ফেরা নুয়ান কুলাসেকারা। ৪ রানে ক্যাচ দিয়ে তামিম ইকবালের বিদায়ের পর বাজে শট খেলতে গিয়ে ০ রানে ফিরে যান সাব্বির রহমান।
১ রানের ব্যবধানে এলবিডাব্লিউয়ের শিকার হন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। এই জোড়া ধাক্কা সামলানোর আগেই এলবিডাব্লিউ মুশফিকুর রহিম (০)! রিভিউ নিয়েও লাভ হয়নি কোনো। এরপরই দলের হাল ধরেন ওপেনার সৌম্য সরকার এবং সাকিব আল হাসান।
মনে হচ্ছিল বিপদ কেটে গেছে। চতুর্থ উইকেটে জুটিও হয়ে গেছে ৭৭ রানের। কিন্তু সেই মুহূর্তে সৌম্যের আউটে আবারও ছন্দপতন। দারুণ ব্যাটিংয়ে ৪৪ বলে ৩ চার ১ ছক্কায় ৩৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিলেন তিনি। বাংলাদেশের রান ৪ উইকেটে ৮৯। সাকিবের নতুন সঙ্গী তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৭ নম্বর ব্যাটসম্যান থিসারা পেরেরার ব্যাটিং তাণ্ডবে ৯ উইকেটে ২৮০ রান তোলে স্বাগতিকরা।
Comments
comments