অনলাইন ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসে পৌঁছেছেন।
সোমবার সকাল ৮টার দিকে তারা ঘটনাস্থলে উপস্থিত হলেও এখনও অভিযান শুরু হয়নি। তারা ‘আতিয়া মহল’ এলাকায় অবস্থান নিয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে অভিযান বিলম্বিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৪ মার্চ ভোররাতে আতিয়া মহলের জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর থেকে পুরো বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় বাড়িতে ২৬ পরিবারের শিশু, নারী ও পুরুষ আটকে পড়েন। পরদিন সেনাবাহিনীর কমান্ডোরা অভিযানের শুরুতে আটকেপড়া ৭৮ জনকে উদ্ধারের পর ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে সেনাবাহিনী। টানা চার দিন অভিযান শেষে গত মঙ্গলবার (২৮ মার্চ) এ ভবনের ভেতরেই চার জঙ্গির লাশ পাওয়া যায়। এর মধ্যে দুই জনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী।
এর আগে গত ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় আতিয়া মহল থেকে প্রায় আড়াই শ গজ দূরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এর ৪০-৪৫ মিনিট পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বিতীয় বিস্ফোরণস্থলটি ছিল প্রথম বিস্ফোরণস্থল থেকে শ খানেক গজ দূরে। এই দুটি বিস্ফোরণে নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন। আহত হন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদসহ অর্ধশতাধিক মানুষ। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মার্চ রাতে আবুল কালাম আজাদ মারা যান।
Comments
comments