জেলা প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শির নাম ফারিয়া আক্তার (২) ও আবদুর রহমান (২)।
রোববার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের মোস্তফা ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।ফারিয়া ওই বাড়ির পল্লী চিকিৎসক বেলাল হোসেনের মেয়ে ও আবদুর রহমান কুয়েত প্রবাসী ইয়াসিন নাসিরের ছেলে। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ফারিয়া ও আবদুর রহমান একসঙ্গে খেলা করছিলো। এসময় অসাবধানতাবশতঃ তারা বাড়ির একটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বিষয়টি আমরা অনেক দেরিতে শুনেছি। তবে খোঁজ খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Comments
comments