Download Free BIGtheme.net
Home / বিনোদন / শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কিশোরী আমনকার আর নেই

শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কিশোরী আমনকার আর নেই

বিনোদন ডেস্ক: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কিশোরী আমনকার আর নেই। মুম্বাইয়ে নিজের বাড়িতে সোমবার (০৩ এপ্রিল) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরেই বয়সজনিত নানা অসুখে ভুগছিলেন।

জন্ম ১৯৩২ সালে। বেড়ে ওঠা শাস্ত্রীয় সঙ্গীতের আবহেই। মা মোগুবাই কুর্দিকরও ছিলেন বিশিষ্ট শিল্পী। তার কাছেই প্রাথমিক তালিম। ছোট থেকেই জয়পুর ঘরানার সঙ্গীতকে আঁকড়ে ধরেন। পরে সেই ঘরানাকে ভিন্ন মাত্রা যোগ করেন।

ঠুমরি, ভজন, খেয়ালেও বিশেষ পারদর্শিতা ছিল। বেশ কয়েকটি ছবিতেও গান গেয়েছেন। মূলত ‘আবেগীয় উপস্থাপন’র কারণে তিনি সবার কাছে জনপ্রিয়তা অর্জণ করেন। কাজের বিনিময়ে ১৯৮৭ তে পান পদ্মভূষণ আর ২০০২ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয় তাকে।

Comments

comments