জেলা প্রতিনিধি: ধামরাইয়ে এক কলেজছাত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বারোপাইক পাড়া গ্রামে। ওই ছাত্রীর নাম জোবেদা (১৭)। সে মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
রবিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। জবেদা আক্তার একই গ্রামের জয়নাল উদ্দিনের মেয়ে।
জবেদার বাবা জানান, রাত থেকে জবেদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে সে ব্যাপারে কোনো ধারণা নেই জয়নাল উদ্দিনের।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই চোখ উপড়ানো মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছে। মেয়েটির ব্যক্তিগত মোবাইল ফোন সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হচ্ছে।
Comments
comments