শিক্ষা ডেস্ক: বৈশাখী হাওয়া বাঙ্গালীর মনে চিরন্তন রুপের বর্ণালী ছড়ায়, নতুনের বাণী শোনায়, হৃদয়ে স্পন্দন তোলে। সকল না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে,আকাশ-বাতাস ও প্রকৃতিকে অগ্নিস্নানে সূচিত করে তুলতেই আবার আসছে বৈশাখ। নতুন বর্ষ ১৪২৪ কে বরণ করতে বাঙ্গালির প্রাণে যেন স্পন্দন জেগেছে।
তাই নতুন বর্ষ কে বরণ করতে নর্দান ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়েছিল বর্ষবরণ উৎসব।
বাংলার ঐতিহ্যবাহী নানারকম উপকরণে সাজানো নর্দান ইউনিভার্সিটি ক্যাম্পাস আনন্দমূখর হয়ে উঠেছিল ছাত্রছাত্রীদের পরিবেশিত বর্ণিল সাংস্কতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড.আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত গায়ক,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক জনাব আপেল মাহমুদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য ও বিশিষ্ট লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম ও ট্রেজারার মো: আনোয়ার হোসাইন, উন্নয়ন ও আর্ন্তজাতিক বিষয়ক পরিচালক লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী ও রেজিস্ট্রার মো:রাশিদুল ইসলাম সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান সহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এ গুনী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশী খাবারের ষ্টল খোলা হয়।
Comments
comments