Download Free BIGtheme.net
Home / জেলার খবর / কুড়িগ্রামে কলেজ ছাত্র খুন : বিচারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে কলেজ ছাত্র খুন : বিচারের দাবিতে মানববন্ধন

আরিফুল ইসলাম সুজন (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে আফজাল হত্যার খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছে । বৃহস্পতিবার দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের প্রায় সহশ্রাধিক মানুষ তীব্র রোদ উপেক্ষা করে ১৩ কিলোমিটার পথ পাঁয়ে হেঁটে উপজেলা সদরে এসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে দীর্ঘ মানববন্ধন রচনা করে।

এসময় তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ, স্কুল শিক্ষক মোখলেছুর রহমান প্রমূখ।

জানা গেছে, আফজাল হোসেন(২৩) পান্ডুল ইউনিয়নের উত্তর পান্ডুল পারুলের পাড় গ্রামের আইয়ুব আলীর পুত্র। সে পাঁচপীর ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র এবং রংপুর সিটি কর্পোরেশনে মাষ্টারোলে কর্মরত ছিল। গত ১ এপ্রিল বাড়িতে আসার পর ৬ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে প্রতিবেশি আব্দুর রহমানের পুত্র শফিকুল ইসলাম তাকে মুঠোফোনে ডেকে নেয়ার পর সে নিখোঁজ হয়। ঘটনার ৫ দিন পর গ্রামের একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। এব্যাপারে ঐ গ্রামের শফিকুলকে গ্রেফতারের পর ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, দ্রুত খুনিদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Comments

comments