Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / সাঈদীর রায়, কাল জামায়াত‌ের ব‌িক্ষোভ

সাঈদীর রায়, কাল জামায়াত‌ের ব‌িক্ষোভ

অনলাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড‌ের ব‌িরুদ্ধ‌ে করা রিভিউ আব‌েদন খারিজ করে দ‌েওয়ায় আগামীকাল মঙ্গলবার সারাদ‌েশে ‘শান্ত‌িপূর্ণ ব‌িক্ষোভ কর্মসূচ‌ি’ ঘোষণা করেছে দলট‌ি।

আজ স‌োমবার এক যৌথ ব‌িবৃত‌িতে এ কর্মসূচ‌ি ঘোষণা করেন জামায়াত‌ের আম‌ির মকবুল আহমাদ ও স‌েক্র‌েটারি জেনারেল ডা. শফ‌িকুর রহমান।

ব‌িবৃত‌িতে দে‌লাওয়ার হ‌োসাইন সাঈদীক‌ে ন‌ির্দোষ দাব‌ি করে তার মুক্তির দাব‌ি জানান তারা।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ সোমবার (১৫ মে) মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে তাকে আপিলে দেওয়া আমৃত্যু কারাদণ্ডই বহাল থাকল।

রিভিউ আবেদনে সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের রায় পুনর্বহাল চেয়েছিল রাষ্ট্রপক্ষ। অপরদিকে খালাস চেয়ে রিভিউ আবেদন করেছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী।

সবশেষ সাঈদীর রিভিউ আবেদনটি গত ৬ এপ্রিল আপিল বিভাগের কার্যতালিকায় আসে। সেদিন সাঈদীর আইনজীবীদের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য ১৪ মে নির্ধারণ করেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরবর্তীতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন।

Comments

comments